Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Monday, August 25, 2025

শুল্কের চাপ: ১০৩টি বোয়িং কিনবে কোরিয়ান এয়ার

শুল্কের চাপ: ১০৩টি বোয়িং কিনবে কোরিয়ান এয়ার

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাই মোটর বলছে, তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ ২৬ বিলিয়ন ডলারে উন্নীত করবে।


  দেড় শতাধিক বোয়িং উড়োজাহাজ কেনার সম্মতি এবছর দিয়েছে কোরিয়ান এয়ার। ছবি: রয়টার্স


যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে আরও ব্যবসা করতে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে যে চাপ সৃষ্টি করেছেন, তার মধ্যে ১০৩টি বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে কোরিয়ান এয়ার।

এ লক্ষ্যে কোরীয় এয়ারলাইনটি মার্কিন এভিয়েশন জায়ান্ট বোয়িংয়ের সঙ্গে ৩৬ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা করেছে।

দুই কোম্পানি যৌথ বিবৃতিতে জানিয়েছে, এ চুক্তির আওতায় বোয়িংয়ের ৭৮৭, ৭৭৭ এবং ৭৩৭ মডেলের যাত্রীবাহী জেট নেবে কোরিয়ান এয়ার।

কোম্পানির প্রধান ওয়াল্টার চো বলেছেন, নতুন এ জেটগুলো আসবে এক ‘সন্ধিক্ষণে’। তাতে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী বিমান কোম্পানির বহর আধুনিক হবে। ফলে আসিয়ানা এয়ারলাইন্সের সঙ্গে একীভূত হওয়ার সময় কোম্পানির প্রতিযোগিতামূলক থাকা নিশ্চিত হবে।

বিবিসি লিখেছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা বাদে এ ঘোষণা আসে। এশিয়ার দেশটির ওপর যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে ১৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছে, তা নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।

উড়োজাহাজ কেনার চুক্তি প্রকাশ করা হয় দুই দেশের সরকারি প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের এক বৈঠকে, সেখানে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী কিম জং-কোয়ান।

সিউলের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে হওয়া একাধিক চুক্তির একটি হচ্ছে কোরিয়ান এয়ারের চুক্তি।

সোমবারই দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ ঘোষণা করেছে, তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ ২১ বিলিয়ন থেকে বাড়িয়ে ২৬ বিলিয়ন ডলার করবে।

ট্রাম্প ও লির বৈঠকের খানিকবাদেই হুন্দাই ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্রে একটি নতুন কারখানা স্থাপন করবে, যেখানে বছরে ৩০ হাজার রোবট তৈরি করা সম্ভব হবে।

বিবিসি লিখেছে, এ চুক্তির আওতায় থাকবে ৫০টি বোয়িং ৭৩৭-১০ যাত্রীবাহী উড়োজাহাজ এবং ৪৫টি দূরপাল্লার জেট। কোরিয়ান এয়ার আটটি ৭৭৭-৮ ফ্রেইটার কার্গো উড়োজাহাজও কিনবে।

বোয়িং বলছে, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার কর্মসংস্থান বজায় থাকবে। বিশ্বজুড়ে কোম্পানির নিয়োগ করা জনশক্তির সংখ্যা ১ লাখ ৭০ হাজার।

সবশেষ চুক্তিসহ এ বছর বোয়িংয়ের কাছে কোরিয়ান এয়ারের ক্রয়াদেশ ও প্রতিশ্রুত বিমানের সংখ্যা সার্ধশতাধিক বলে বিবিসি জানিয়েছে।

এই জেট কেনার পরিকল্পনা অনেক দিন ধরেই আলোচনায় ছিল। সিউল মার্চে জানিয়েছিল, বোয়িং ও মার্কিন ইঞ্জিন নির্মাতা জিই অ্যারোস্পেসের সঙ্গে কোরিয়ান এয়ারের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জিইর সঙ্গে করা ১৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তিটিও সোমবার ঘোষণা করা হয়।

বিবিসি লিখেছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে যেসব দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, তারাও উল্লেখযোগ্য সংখ্যক বোয়িং কেনার পরিকল্পনার ঘোষণা দিয়েছে।

জাপান গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ১০০টি বোয়িং জেট কেনার সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপ কমাতে ৫০টি বোয়িং জেট কেনার চুক্তি করেছে ইন্দোনেশিয়ার পতাকাবাহী এয়ারলাইন্স গারুডা।

এসব চুক্তির ফলে মার্কিন কোম্পানিটির বিক্রি ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসকে ছাড়িয়ে গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং নানা সংকটে পড়েছে, যার মধ্যে রয়েছে দুটি মারাত্মক দুর্ঘটনা এবং উড়ন্ত অবস্থায় একটি বিমানের অংশ বিশেষ ছিটকে যাওয়া।

২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে একটি বোয়িং ৭৩৭ উড্ডয়নের পর বিধ্বস্ত হয় এবং উড়োজাহাজের ১৮৯ জন যাত্রীর সবাই নিহত হন। কয়েক মাস পর ইথিওপিয়ায় আরেকটি বোয়িং বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়, যেখানে ১৫৭ জন নিহত হন।

আর ২০২৪ সালে ব্যবহৃত না হওয়া জরুরি নির্গমন দরজার প্যানেল বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান থেকে মাঝ আকাশে খুলে যায়।

গত বছর প্রায় ৩০ হাজার কর্মীর প্রায় আট সপ্তাহের ধর্মঘটে বোয়িংয়ের যুক্তরাষ্ট্রের কারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

Tuesday, August 19, 2025


 এবার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কঠিন নিয়ম করছে টিকটক। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার।


তিনি জানান,নতুন গাইডলাইনে প্রতিটি নীতির জন্য সংক্ষিপ্ত সারাংশ দেওয়া থাকবে, যাতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন কোনটা অনুমোদিত আর কোনটা নয়। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এই নিয়মগুলো কার্যকর হবে।




টিকটক জানায়, নতুন গাইডলাইনে মিথ্যা তথ্য নিয়ে আরও কঠোর নিয়ম আসছে। পাশাপাশি জুয়া, মদ, তামাক, মাদক, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র সংক্রান্ত নিয়মগুলো একত্র করে একটি নীতিমালায় আনা হচ্ছে। বুলিং ও হয়রানি সংক্রান্ত নীতিতেও পরিবর্তন আনা হচ্ছে।

বর্তমানে টিকটকে জরুরি পরিস্থিতি নিয়ে তৈরি কোনো ভিডিও যাচাই ছাড়া ‘ফর ইউ ফিড’-এ দেখানো হয় না। নতুন নীতিমালায় বলা হয়েছে, বড় ধরনের সংকট বা নাগরিক ঘটনা সম্পর্কিত ভিডিওগুলোও যাচাইয়ের আগে একইভাবে নিষিদ্ধ থাকবে।

নতুন নীতিমালায় অ্যাকাউন্টস অ্যান্ড ফিচারস বিভাগেও বড় পরিবর্তন আনা হয়েছে। ফলে টিকটকে লাইভ চলাকালে যা কিছু ঘটবে, তার দায়ভার সম্পূর্ণভাবে নির্মাতার হবে। এমনকি ভয়েস-টু-টেক্সটের মতো তৃতীয় পক্ষের কোনো টুল ব্যবহার করে ক্ষতিকর মন্তব্য প্রচার করলেও দায় এড়াতে পারবেন না নির্মাতা।

বর্তমানে টিকটকের গাইডলাইনের মূল পেজে কনটেন্ট মডারেশন সংক্রান্ত নিয়মগুলোর প্রাধান্য রয়েছে। কিন্তু নতুন নীতিমালায় নিরাপত্তা, মানসিক ও আচরণগত স্বাস্থ্য, সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক বিষয়, সততা ও স্বচ্ছতা, বাণিজ্যিক কার্যক্রম ও গোপনীয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া মানহীন ভিডিওর পাশাপাশি দুশ্চিন্তা বা ভয় ধরানো ভিডিওগুলো ব্যবহারকারীদের কাছে রিকমেন্ড করা হবে না।



এ ছাড়া মন্তব্য সংক্রান্ত নীতিতেও আসছে পরিবর্তন। টিকটক জানিয়েছে, আলোচনায় অশ্লীল ভাষা বা আক্রমণাত্মক বক্তব্য থাকলে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সার্চ অপশনের নিচের দিকে সরিয়ে দেওয়া হবে। গ্রোভার জানিয়েছেন, নির্মাতা, বিশেষজ্ঞ ও আঞ্চলিক পরামর্শক কাউন্সিলের সঙ্গে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালা কার্যকর করতে মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীরা চাইলে বর্তমান কমিউনিটি গাইডলাইন ও ১৩ সেপ্টেম্বর থেকে চালু হতে যাওয়া নতুন গাইডলাইন একসঙ্গে তুলনা করে দেখতে পারবেন। এতে করে যে কোনো নির্মাতা বা ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন, ঠিক কোন কোন নিয়মে পরিবর্তন এসেছে এবং তা কীভাবে তাদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

সূত্র: ম্যাশেবল।

InfoHubBD.com

Friday, August 15, 2025

বজ্রপাত আটকাতে বাঁশের খুঁটি, তামার তার দিয়ে স্কুল ছাত্ররা যে যন্ত্র বানিয়েছে

বজ্রপাত আটকাতে বাঁশের খুঁটি, তামার তার দিয়ে স্কুল ছাত্ররা যে যন্ত্র বানিয়েছে

  বজ্রপাত আটকাতে বাঁশের খুঁটি,       তামার তার দিয়ে স্কুল ছাত্ররা যে যন্ত্র   বানিয়েছে

 

স্কুলের ছাত্ররা শিক্ষকের নির্দেশে হাতে কলমে বানাচ্ছে বজ্রনিরোধক যন্ত্র




  • তবে বাজারচলতি যেসব লাইটনিং অ্যারেস্টার পাওয়া যায়, সেগুলির থেকে মি. মণ্ডলের চাষের ক্ষেতে বসানো যন্ত্রটি অনেকটাই ভিন্ন – একেবারে দেশীয় পদ্ধতিতে তৈরি, এবং সস্তা।

  • উত্তর ২৪ পরগণা জেলার এক স্কুল শিক্ষক ও তার ছাত্ররা কয়েক বছর আগে এই যন্ত্র বানিয়েছেন অ্যালুমিনিয়াম পাত, তামার তার আর একটি বাঁশের খুঁটি দিয়ে।

    পরপর কয়েকবার স্কুল পর্যায়ের স্থানীয় ও জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে ওই যন্ত্র দেখানোর পরে ওই শিক্ষক ব্যাঙ্গালোরের কেন্দ্রীয় বিদ্যুৎ গবেষণা কেন্দ্র থেকে পরীক্ষাও করিয়ে এনেছেন।

    ওই শিক্ষক, মি. পশুপতি মণ্ডল বিবিসিকে বলছিলেন, "আমিও ছিলাম সেদিন পরীক্ষাগারে। কয়েক মিলি-সেকেন্ডের মধ্যে দেখলাম প্রায় এক লক্ষের বেশি ভোল্টের বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল আমাদের তৈরি যন্ত্রটার মধ্যে দিয়ে।"

    ওই বজ্রপাত নিরোধক যন্ত্রই কৃষক পঞ্চানন মণ্ডল তার চাষের জমিতে লাগিয়েছেন। তার দেখাদেখি গ্রামে মোট ১৬-১৭টি তড়িৎ-সঞ্চালক বসিয়েছেন অন্য কৃষকরা।

    যে প্রতিষ্ঠান ভারতে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা করে সনদ দিয়ে থাকে, সেই সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইন্সটিটিউট এই যন্ত্রটি পরীক্ষা করে কার্যকারিতার বিষয়ে সনদ দিয়েছে।