Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Tuesday, August 19, 2025

এসএসসিতে পাঠদান ও পরীক্ষাকাঠামোতে যে সংস্কার জরুরি

এসএসসিতে পাঠদান ও পরীক্ষাকাঠামোতে যে সংস্কার জরুরি

   এসএসসি পরীক্ষা । InfoHUbBD.com ফাইল ছবি

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এসএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ বছরের শিক্ষার একটা জাতীয় স্বীকৃতি। নব্বইয়ের দশকেও এই পরীক্ষায় গড়ে ৪০-৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করত। বিপুলসংখ্যক শিক্ষার্থী ফেল করত। সেটাই ছিল অনেকটা প্রতিষ্ঠিত ও স্বাভাবিক চিত্র।

কিন্তু তখনো সরকার এই ব্যাপক ফেলের সমাধানের লক্ষ‍্যে দীর্ঘমেয়াদি, কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করেনি; বরং শিক্ষক নিয়োগে দুর্নীতি, স্কুলে স্কুলে রাজনৈতিক প্রভাবযুক্ত কমিটি ইত‍্যাদি বিভিন্ন বিষয় শিক্ষার গুণগত মানকে আরও খারাপই করেছে। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষা নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কারণেও টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি।

বিগত এক দশকে সরকারি নির্দেশে, এসএসসিতে পাসের হার নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। ৮০-৯০ শতাংশ শিক্ষার্থী ‘পাস’ করছে, এমন এক বাস্তবতায় আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। যেখানে প্রকৃত যোগ্যতার মূল্যায়ন অনেক সময়েই উপেক্ষিত হয়েছে। পাস করা শিক্ষার্থীরা কতটুকু জেনে পাস করছে, সেসব বিষয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।


এই পরিপ্রেক্ষিতে এ বছরের এসএসসি ফলাফল এক বিস্ময় জাগিয়েছে। এ বছর প্রায় ২০ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে গড়ে ৬৮ শতাংশ শিক্ষার্থী। বাকি ৩২ শতাংশ, তথা ৬ লাখ শিক্ষার্থী ফেল করেছে। ২০০০ সালের আগেও দেশে মোট পরীক্ষার্থীর সংখ্যাই ছিল ৬-৭ লাখ; অর্থাৎ শুধু ফেল করা শিক্ষার্থীর সংখ্যা একসময়কার পুরো দেশের পরীক্ষার্থীর সমান হয়ে দাঁড়িয়েছে এবং এটাকে আমি সংকট হিসেবেই দেখি।

‘ম্যাট্রিক ফেল’, বাংলাদেশে এটি একটি ভয়ংকর সামাজিক ট্যাবু। যারা ফেল করেছে, তাদের মানসিক অবস্থা কল্পনা করলেই বোঝা যায়, এই বয়সে তারা কতটা ভেঙে পড়ে। অনেকেই পড়াশোনা ছেড়ে দেয়। কেউ রাজনীতিতে জড়িয়ে পড়ে। আবার কেউ চিরতরে হারিয়ে যায় কর্মসংস্থানের প্রধান স্রোত থেকে। অনেকেই সমাজের বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়। এদের মধ‍্যে নারী শিক্ষার্থীদের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। প্রশ্ন হলো, এই ব্যর্থতা কি শুধুই শিক্ষার্থীর?

Thursday, February 20, 2025

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন

 

এইচএসসি ও সমমানের পরীক্ষার আসন সংখ্যা দেখছেন শিক্ষার্থীরা  ফাইল ছবি


এ বছরের (২০২৫) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। তত্ত্বীয় পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট। শেষ হবে ২১ আগস্ট।


আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত রুটিন আজ (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে।


মাধ্যমিকের ছুটির সংশোধিত তালিকা, এসএসসি প্রাক-নির্বাচন এবং নির্বাচন পরীক্ষার নতুন তারিখ

১৮ ফেব্রুয়ারি, ২০২৫

মাধ্যমিকের ছুটির সংশোধিত তালিকা, এসএসসি প্রাক-নির্বাচন এবং নির্বাচন পরীক্ষার নতুন তারিখ

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য ১১টি বিশেষ নির্দেশনাও দিয়েছে—

১.


পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে।


২.


প্রথমে, বহুনির্বাচনী এবং তারপর সৃজনশীল/রচনামূলক (তাত্ত্বিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।


৩.


৩০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার সময় ২ ঘন্টা ৩০ মিনিট। *ব্যবহারিক বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য, ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘন্টা ৩৫ মিনিট।


* প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত পরীক্ষাটি কোনও বাধা ছাড়াই চলবে। পরীক্ষার MCQ এবং CQ অংশগুলির মধ্যে কোনও বিরতি থাকবে না।


* সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত না হলে, অলিখিত উত্তরপত্র এবং বহুনির্বাচনী OMR শিট সকাল ৯:৩০ মিনিটে বিতরণ করা হবে। বহুনির্বাচনী প্রশ্নপত্র সকাল ১০টায় বিতরণ করা হবে।


* বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ করা হবে এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল ১০:৩০ মিনিটে। (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ১০:২৫ মিনিট)। আর দুপুর ২টা থেকে অনুষ্ঠিত না হওয়া পরীক্ষার ক্ষেত্রে, অলিখিত উত্তরপত্র এবং বহুনির্বাচনী OMR শিট বিতরণ করা হবে দুপুর ১:৩০ মিনিটে। বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর ২টা। বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ করা হবে এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর ২:৩০ মিনিটে। (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে, এই সময় ২:২৫ মিনিট)















৪.

প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা দিতে হবে।


৫.


পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করবেন।


৬.


প্রত্যেক প্রার্থী প্রদত্ত উত্তরপত্রে OMR ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, নিবন্ধন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত পূরণ করবেন। কোনও অবস্থাতেই উত্তরপত্র মার্জিনে লেখা বা অন্য কোনও উদ্দেশ্যে ভাঁজ করা যাবে না।


৭.


প্রার্থীকে তাত্ত্বিক, বহুনির্বাচনী এবং ব্যবহারিক অংশে (যেখানে প্রযোজ্য) আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।


৮.


প্রতিটি প্রার্থী কেবল নিবন্ধন কার্ড এবং প্রবেশপত্রে উল্লেখিত বিষয়/বিষয়গুলির জন্যই পরীক্ষা দিতে পারবেন। কোনও অবস্থাতেই তিনি অন্য কোনও বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন না।


৯.


কোনও প্রার্থীর পরীক্ষা তার নিজস্ব কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, প্রার্থীদের স্থানান্তরের মাধ্যমে আসন ব্যবস্থা করতে হবে।


১০.


পরীক্ষায় প্রার্থীরা সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।


১১.


পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনও প্রার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।


২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সিলেবাস, প্রশ্নের ধরণ এবং নম্বর বণ্টন প্রকাশিত

০৬ ফেব্রুয়ারী ২০২৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সিলেবাস, প্রশ্নের ধরণ এবং নম্বর বণ্টন প্রকাশিত


২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সিলেবাস, প্রশ্নের ধরণ এবং নম্বর বণ্টন প্রকাশিত

০৬ ফেব্রুয়ারী ২০২৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সিলেবাস, প্রশ্নের ধরণ এবং নম্বর বণ্টন প্রকাশিত

সংশোধিত এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ,,,,,

সংশোধিত এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ,,,,,

সংশোধিত এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে
       একটি শ্রেণীকক্ষে ছাত্রদের ফাইল ছবি. ছবি

কিছু মূল নির্দেশনা সহ বুধবার প্রকাশিত একটি সংশোধিত সময়সূচী অনুসারে ব্যবহারিক পরীক্ষা 15 মে শুরু হবে এবং 22 মে পর্যন্ত চলবে।


পরীক্ষা শুরু হওয়ার অন্তত তিন দিন আগে প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা তাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে তাদের ওএমআর শীটে পূরণ করেছে, চেনাশোনাগুলি সঠিকভাবে পূরণ হয়েছে তা নিশ্চিত করে।

উত্তরপত্র ভাঁজ করা উচিত নয়।

সৃজনশীল/লিখিত (তাত্ত্বিক), বহুনির্বাচনী এবং ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীদের আলাদাভাবে পাস করতে হবে।

তারা শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন ফর্মে তালিকাভুক্ত বিষয়ের পরীক্ষায় বসতে পারবে এবং অন্যান্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।


শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, ক্রীড়া এবং ক্যারিয়ার শিক্ষার জন্য মার্কগুলি ধারাবাহিক মূল্যায়নের উপর ভিত্তি করে হবে এবং সংশ্লিষ্ট কেন্দ্রগুলি বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে মার্ক জমা দেবে।

প্রার্থীর স্কুল বা প্রতিষ্ঠানে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না; কেন্দ্র স্থানান্তরের মাধ্যমে বসার ব্যবস্থা করা হবে।

যদিও পরীক্ষার সময় একটি সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে, অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস -- স্মার্ট ঘড়ি, স্মার্টফোন ইত্যাদি -- বহন করা যাবে না।

শুধুমাত্র কেন্দ্র সচিব পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন; অন্য ব্যক্তি বা প্রার্থীদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ।

সৃজনশীল/লিখিত (তাত্ত্বিক), বহুনির্বাচনী এবং ব্যবহারিক পরীক্ষার জন্য একই উপস্থিতি শীট ব্যবহার করা হবে।

ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা একটি অনলাইন এসএমএস অনুরোধের মাধ্যমে সাত দিনের মধ্যে তাদের ফলাফল পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।

Key Word
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪ , 
২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন , এসএসসি পরীক্ষার রুটিন , 2024 সালের এসএসসি পরীক্ষার রুটিন , ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন , এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪ ঢাকা বোর্ড , এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪ মাদ্রাসা বোর্ড , এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪ pdf , ২০২৪ এসএসসি পরীক্ষার রুটিন , ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন pdf , 2025 সালের এসএসসি পরীক্ষার রুটিন ,  এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫