Tuesday, August 19, 2025

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন ১২ খেলোয়াড়, আরও যারা আছেন

২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৩০ পুরুষ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই চুক্তি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।


 ২০২৫-২৬ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে পিসিবি। ছবি: পিসিবি

কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক হচ্ছে 'এ' ক্যাটাগরিতে কোনো খেলোয়াড়কেই জায়গা দেয়নি পিসিবি। 'বি', 'সি' ও 'ডি' ক্যাটাগরির প্রত্যেকটিতে জায়গা পেয়েছেন ১০জন করে খেলোয়াড়।  


গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড় থাকলেও  এবছর পিসিবি সেই সংখ্যা বাড়িয়ে ৩০ জন করেছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ১২ জন খেলোয়াড়। উদীয়মান প্রতিভাবানদের প্রতি আস্থা এবং স্কোয়াডের গভীরতা ও ভবিষ্যৎ উন্নয়নে কৌশলগত গুরুত্ব দিতেই নতুনদের বেশি করে সুযোগ দিচ্ছে বোর্ড।

কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে জায়গা পাওয়ারা হলেন–আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হাসান আলী, হাসান নওয়াজ, হোসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।

গত বছর ভালো পারফরম্যান্সের জন্য সি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন–আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আয়ুব, সালমান আলী আগা এবং শাদাব খান।
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ৩০ খেলোয়াড়ের তালিকা। ছবি: পিসিবি

একই ক্যাটাগরিতে অবস্থান ধরে রেখেছেন নয়জন খেলোয়াড়–আবদুল্লাহ শফিক (ক্যাটাগরি সি), খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (সবাই ক্যাটাগরি ডি), নোমান আলী, সাজিদ খান, সাউদ শাকিল (সবাই ক্যাটাগরি সি) এবং শাহীন শাহ আফ্রিদি (ক্যাটাগরি বি)।


এবারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন আট খেলোয়াড়। তারা হলেন–আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান। পূর্বে এরা সবাই ডি ক্যাটাগরিতে ছিলেন।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা:
ক্যাটাগরি–বি: আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।

ক্যাটাগরি–সি: আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, শাহিবজাদা ফারহান, সাজিদ খান ও সৌদ শাকিল।

ক্যাটাগরি–ডি: আহমেদ দানিয়াল, হুসাইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ ও সুফিয়ান মুকিম।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: