Tuesday, August 19, 2025

নিজের সুন্দর ত্বকের রহস্য ফাঁস করলেন সানি লিওন

InfoHubBD.COm

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১১:৩৩ এএম

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

 বলিউড অভিনেত্রী সানি লিওনের বয়স যেন এখনো ষোড়শী। ৪৪ পেরিয়েও এ অভিনেত্রীর টলমল সৌন্দর্যে মুগ্ধ করে চলেছেন ভক্ত-অনুরাগীদের। দাগ-ছোপহীন, মসৃণ আর ঝলমলে ত্বক দেখে অনেকেই অবাক—কীভাবেই বা এতটা তরতাজা থাকেন বলিপাড়া মাতানো এ অভিনেত্রী?


শুধু প্রসাধনীতে নয়, সানি লিওনের সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে তার জীবনযাত্রাতেও। বাইরের তেল-মসলাদার খাবার এড়িয়ে চলেন তিনি। প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে প্রচুর শাকসবজি ও পানি। তার বিশ্বাস— ত্বকের তারুণ্য ধরে রাখতে পানির বিকল্প আর কিছু নেই। 


থমকে গেলেন সুস্মিতা

শরীর সচেতন সানি লিওন নিয়মিত যত্ন নেন নিজের—ভেতর থেকে যেমন, ঠিক তেমনই বাইরে থেকেও। তাই আজও উজ্জ্বল তারুণ্য ধরে রেখেছেন। আর এ কারণেই আজও অনেক বলি অভিনেত্রীর ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছেন সানি লিওন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি লিওন নিজেই জানিয়েছেন তার বিউটি সিক্রেট সম্পর্কে। রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি কখনো ত্বকের পরিচর্যা করতে ভোলেন না। যত্ন নিতে ফেসওয়াশ ও নাইট ক্রিম তার প্রতিদিনের নিত্যসঙ্গী। ঘরোয়া উপায়ের দিকেও তার ঝোঁক প্রবল—অ্যালোভেরা জেল দিয়ে তৈরি মাস্ক তার প্রিয়। ব্রণ বা ফুসকুড়ি দূরে রাখতে এবং ত্বক ঠান্ডা রাখতেও এর জুড়ি মেলা ভার।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: